
এশিয়া খবর ডেস্ক:: বলিউডের আলোচিত মুখ সাবেক পর্নো তারকা ও অভিনেত্রী সানি লিওন। পুজা ভাট পরিচালিত 'জিসম-২'
ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর 'জ্যাকপট' 'রাগিনি এমএমস-টু' 'পেহেলি এক নজরে'র মতো ছবিতে মনোমুগ্ধকর অভিনয়শৈলি দিয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তুলেন এই অভিনেত্রী।
কিন্তু এর আগে বলিউড ইন্ড্রাস্ট্রিতে প্রবেশ করতে গিয়ে অনেক বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছে তাকে। তবে এততিছুর পরও দমে না গিয়ে, এখন নিজের অবস্থান পাকা করছেন সানি লিওন।
জি-নিউজ জানায়, বিগ-বসের ঘরে প্রতিযোগী হিসেবে পা রাখার পরই বলিউডে ক্রমশ নিজের জায়গা পাকাপোক্ত করতে শুরু করেন সানি লিওন। যার জন্য একাধিক সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসবের কঠোর সমালোচনা করেন তিনি।
সানি লিওন বলেন, 'আমি রক্ত-মাংসে গড়া একজন মানুষ, আমারও নিজস্ব অনুভূতি আছে। আমাকে নিয়ে যখন কেউ কটূক্তি কিংবা নেতিবাচক কথা বলে, আমি সেইসব মানুষদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করি।'
সমালোচনাকারীদের উদ্দেশ্যে সানি লিওন বলেন, 'আমাকে যখন কোন মিডিয়া খারাপভাবে উপস্থাপন করে, তখন আমি মর্মাহত হই। যারা অভদ্র তারাই এ ধরনের অপকর্ম করে বেড়ায়।'
তিনি আরও বলেন, 'যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইন্ড্রাস্ট্রিতে কারও ভালো চায় না; তাদেরকে পাত্তাই দেওয়া উচিত নয়।'
এদিকে সানির পরবর্তী মিশন 'লাভলি এক্সিডেন্ট' নামে একটি মিউজিক ভিডিও। এতেই দেখা যাবে তাকে।