
নিউজ ডেস্ক:: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া বায়।অন্তঃসত্ত্বা অবস্থায়
সমানতালে কাজ করেছিলেন নায়িকা। বেবি বাম্প নিয়ে ফ্যাশন শো'তেও দেখা গেছে সাবেক এই বিশ্ব সুন্দরীকে।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন নায়িকা।
এক কন্যা সন্তানের জননী অভিষেকপত্নী ঐশ্বরিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করতে গিয়ে পুরনো ধ্যান ধারণা ভাঙতে হয়েছে । এগুলো খুব একটা সহজ কাজ ছিল না।
ঐশ্বরিয়া বলেন, মা হওয়া একটা সুন্দর অভিজ্ঞতা তার কাছে। বেবি বাম্প নিয়ে তিনি যেভাবে প্রতিদিন নিয়ম মেনে কাজ করেছেন, তা আগে কখনও বলিউডে সেভাবে হয়নি। অনেক কটাক্ষ তাকে সহ্য করতে হয়েছে।
তিনি বলেন, শুধু শুটিং বা ফ্যাশন শো নয়, বেবি বাম্প নিয়ে কান-এর মত আন্তর্জাতিক আঙিনায় হাজির হয়েছেন। হেঁটেছেন রেড কার্পেটেও। কিন্তু, ওই সময় যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, তা সারা জীবন ধরে মনে রাখবেন বলেও জানান বলিউডের অন্যতম সেরা এই অভিনেত্রী।