
বিনোদন ডেস্ক:: ঐশ্বরিয়া রাই ও শ্বেতা নন্দা। একজন বর্তমানে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের পুত্রবধূ আর অপরজন কন্যা।
বহু পরিবারে ননদ ও ভাইয়ের স্ত্রীয়ের মধ্যে যেমন বন্ধুত্বের সম্পর্ক থাকে, তেমনি আবার অনেক পরিবারে এ দুটি সম্পর্ক হয়ে উঠে সাপে-নেউলের মতো।
সেলিব্রিটিদের ক্ষেত্রেও যে এর ব্যতিক্রম নয় তাই বোঝা গেল সম্প্রতি বচ্চনকন্যার অভিযোগ থেকে। ভাইয়ের স্ত্রী ঐশ্বরিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন বচ্চনকন্যা শ্বেতা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘কফি উইথ কর্ণ’-এ সম্প্রতি হাজির ছিলেন অভিষেক ও শ্বেতা। সেখানে অভিষেকের সামনেই ঐশ্বরিয়ার সমালোচনা করেন শ্বেতা।
ঐশ্বরিয়ার কোন স্বভাব ভালো লাগে আর কোনটি খারাপ লাগে? এমন প্রশ্নের উত্তরে শ্বেতা জানান, ঐশ্বরিয়া খুব ভালো মা এবং শক্ত মনের মহিলা। যা তার ভালো লাগে। কিন্তু তার একটি স্বভাব তিনি ঘৃণা করেন।
শ্বেতা জানান, ঐশ্বরিয়া ফোন ধরতে না পারলে পরে নাকি আর ফোন করেন না। এমনকি এসএমএসের জবাব দিতেও দেরি করেন। আর এই স্বভাবকেই ঘৃণা করেন শ্বেতা।
একপর্যায়ে বেশ কটাক্ষ করেই শ্বেতা জানান, ঐশ্বরিয়ার টাইম ম্যানেজমেন্ট স্কিলও নাকি তিনি সহ্য করে নেন।
শ্বেতার এমন উত্তরে ভাইয়ের স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়।