
এশিয়া খবর ডেস্ক:: সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে
বোমা হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। এই হামলায় ‘প্রায় ৩০০ সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।
এদিকে ভারতীয় বিমানবাহিনীর এই হামলাকে স্বাগত জানিয়েছে দেশটির তারকারা। এই হামলার পক্ষে কথা বলেছেন বলিউড থেকে শুরু করে দেশটির ক্রিকেটার, দক্ষিণী তারকারাও।
বুধবার পাকিস্তান দাবি করেছে, তারা জম্মু-কাশ্মীরে ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ফাইটার পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। অন্যটি ভারতীয় অংশে বিধ্বস্ত হয়েছে।
এই যখন অবস্থা, তখন শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের দুই নায়িকা মাহিরা খান ও মাওরা হোকানে। তারা আশা করছেন, মানুষের কাণ্ডজ্ঞান জাগবে। যুদ্ধকে সমর্থন করা থেকে বিরত থাকবে।
অভিনেত্রী মাহিরা খান টুইটারে লিখেন, ‘যুদ্ধকে সমর্থন করার মতো নোংরামি আর কিছুই হতে পারে না। যুদ্ধের জন্য উল্লাস করার চেয়ে নোংরামি, মূর্খতা আর কি হতে পারে? পাকিস্তান জিন্দাবাদ।’