
এশিয়া খবর ডেস্ক:: পর্দায় প্রায়ই দেখা যায় নায়ক-নায়িকাকে কোলে তুলে নিচ্ছেন।
তবে এবার ঘটলো উল্টো ঘটনা। বলিউড অভিনেতা ববি দেওলকে কোলে নিয়ে হইচই ফেলে দিয়েছেন বলিউড সুন্দরী সোনাক্ষী সিনহা।
ইন্ডিয়া টুডে জানায়, সম্প্রতি অভিনেত্রী হুমা কুরেশি এক পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে হাজির হন বলিউডের এক ঝাঁক তারকা। সেখানেই ঘটে এই ঘটনা।
জানা যায়, অভিনেত্রী সোনাক্ষী সিনহা ববি দেওলের সঙ্গে আলিঙ্গন করছিলেন। একপর্যায়ে ববিকে কোলেই তুলে নেন 'দাবাং টু' খ্যাত এ অভিনেত্রী। এরপরই সেই ছবিটি দ্রুত ভাইরাল হয়।
হুমার পার্টিতে দেখা গেছে প্রিয়ঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, মালাইকা অরোরা, টুইঙ্কল খন্নাদের। সেখানেই সবার সামনে ববিকে দেখে জড়িয়ে ধরেন সোনাক্ষী।