
এশিয়া খবর ডেস্ক:: নি:সন্দেহে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীর মধ্যে অন্যতম সাবেক মিস ওয়ার্ল্ড ও
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রোগামে অংশ নিতে মোটেও পিছপা হোননা তিনি। এর অংশ হিসেবে সম্প্রতি মাকে নিয়ে মুম্বাইতে মুকেশ আম্বানির ছেলের বিয়েত হাজির হোন তিনি।
কিন্তু এর ফাঁকে অন্তঃসত্ত্বার গুজবের মধ্যে মাকে নিয়ে প্রিয়াঙ্কার হাসপাতালে যাওয়া নিয়ে ফের আলোচনার টেবিলে এলেন তিনি।
ডেকান ক্রনিকেল জানায়, আকাশ আম্বানি ও শ্লোক মেহতার বিয়েতে অংশ নেওয়ার পর মা মধু চোপড়াকে নিয়ে দ্রুত মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে যান প্রিয়াঙ্কা। মাকে নিয়ে অনেকটাই গোপনে প্রিয়াঙ্কার হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে গুঞ্জন আরও বেড়ে যায়। তখন বলিউডের অলিগলিতে বলতে শোনা যায়, তবে কি সত্যি সত্যিই প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা?
পরে জানা যায়, এসবই গুজব বলে উড়িয়ে দেন এ তারকা। অন্তঃসত্ত্বার জন্য নয়, দেশের বাইরে যাওয়ার আগে মাকে নিয়ে নিয়মিত স্বাস্থ পরীক্ষার জন্যই হাসপাতলে মূলত যাওয়া।
প্রিয়াঙ্কার পরের ছবি সোনালি বসুর 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ।