
পঞ্চগড় প্রতিনিধি॥: পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ’ নেপাল যাচ্ছে গানের প্রযোজনা নিয়ে।
আগামী ১৯ ও ২০ মার্চ তারা নেপাল-বাংলাদেশ চেম্বার অফ ট্রেডার্স এর আমন্ত্রণে নেপালের ঝাপা নগরীর পাসাং লামহু স্মৃতি ভবন মঞ্চে তিন দিন ব্যাপি নেপাল-ইন্ডিয়া ও বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে গানের প্রযোজনাটি পরিবেশন করবে। ভূমিজ’ এই প্রযোজনাটির শিরোনাম করেছে ঞযব ঝড়হমং ড়ভ খড়াব । শিরোনাম দেখেই বোঝা যায় নেপালে তারা ভালবাসার গান করবেন। ভূমিজ’র এই প্রযোজনার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রযোজনাটির গানগুলো মৌলিক । বিভিন্ন সময়ে আমাদের নাট্য প্রযোজনায় উৎদ্ভাবিত কিছু গান এবং দলের নাট্যকর্মীদের লেখা ও সুর করা গানগুলো নিয়েই এই প্রযোজনা। প্রযোজনাটির বেশির ভাগ গান লিখেছেন সরকার হায়দার । কয়েকটি গান লিখেছেন হাজ্জাজ তানিন । গান গুলোতে সুরারোপ করেছেন সরকার হায়দার ও রইসুদ্দিন । কন্ঠ দিয়েছেন রইসুদ্দিন । এছাড়া গানে সহ গায়কের ভূমিকায় রয়েছেন নাসরিন আক্তার, হাজ্জাজ তানিন, আনোয়ার হোসাইন । তিনি বলেন অধিকাংশ গানই নিরীক্ষা ধর্মী। গানগুলোতে প্রেমের জয়গানের পাশাপাশি দেশ,মুক্তিযুদ্ধ এবং আধ্যাত্বিকতার ছোঁয়া রয়েছে । পঞ্চগড়ের স্থানীয় সুরের গবেষণালব্ধ সংমিশ্রণ রয়েছে এই প্রযোজনায়। নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার জানান স্থানীয় ভাবে এই প্রযোজনা বেশ কয়েকবার পরিবেশিত হয়েছে । প্রশংসিতও হয়েছে । দেশের বাইরে গানের প্রযোজনা নিয়ে এই প্রথম । সম্ভবত বাংলাদেশে নাটকের দল হিসেবে গানের প্রযোজনা নিয়ে বিদেশের মাটিতে এই প্রথম পরিবেশন করবে ভূমিজ’। তিনি আরও বলেন এই প্রযোজনার উপস্থাপনা ভঙ্গিতে অত্যন্ত সুক্ষভাবে অভিনয়কেও মাখিয়ে দেয়া হয়েছে । আশাকরছি নেপালের দর্শক গানগুলো উপভোগ করবে। #