
বিনোদন ডেস্ক:: বলিউডের তিন সুন্দরী সম্প্রতি অর্জন করলেন 'ইনস্টাগ্রামার অব দ্য ইয়ার-২০১৯'।
এরা হলেন দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও সারা আলী খান।
'মোস্ট ফলোড অ্যাকাউন্ট' ক্যাটাগরিতে প্রিয়াঙ্কা চোপড়া, এনগেজড অ্যাকাউন্ট ক্যাটাগরিতে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি নির্বাচিত হয়েছেন।
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে সারবিশ্বে ৩৯ মিলিয়ন মানুষ অনুসরণ করে। বিজয়ীরা তাদের স্টিকারস, স্টোরি, ফিড, লাইভ এবং আইজিটিভি ব্যবহার করে, ইনস্টাস্টাগ্রামকে সমৃদ্ধ করেন। তাদের কর্মকাণ্ড বিবেচনা করে প্রত্যেক বছর সেরা তিন বিজয়ী বেছে নেয় কর্তৃপক্ষ।
এই অনন্য অর্জন বর্ণনা করতে গিয়ে দীপিকা বলেন, আমি ইনস্টাগ্রামে লাইভের জন্য প্রত্যেহ আসি এবং মজা করি। এটি করতে ভালোবাসি।
সূত্র: নিউজ-১৮