
এশিয়া খবর ডেস্ক:: শুটিং শুরু হবে বলে বলেও শুরু হচ্ছিল না ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক
শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’র শুটিং। বেশ কয়েকবার শুটিং শুরুর তারিখ জানিয়েও অজ্ঞাত কারণে নির্দিষ্ট সময়ে ছবিটির শুটিং করা হয়নি। ফলে শাহেনশাহ শুটিং অদৌ শুরু হবে কীনা এ নিয়ে নানা গুজবও উঠে। সব গুজবে ঠেলে অবশেষে শুরু হলো ছবিটির শুটিং।
বুধবার এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সেট ফেলে শুরু হয়েছে ‘শাহেনশাহ’র শুটিং। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। এর আগে শাকিব খানকে নিয়ে ‘বসগিরি’, ‘রানা পাগলা; দ্য মেন্টাল’ ছবি নির্মাণ করেন রনি।
ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। নতুন নায়িকা হিসেবে এতে অভিষেক হচ্ছেন রোদেলা জান্নাত। আরও আছেন মিশা সওদাগর, তারিক আনাম খান ও উজ্জল। এদিকে আজ পরিচালক শামীম আহমেদ রনির জন্মদিন। বিশেষ এ দিনটিতে শাহেনশাহ’র শুটিং সেটেই পুরো টিম নিয়ে পরিচালককে উইশ করেন শাকিব খান । কেকও কাটেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘বসগিরি’ ছবির প্রযোজক টপি খান।
শামীম আহমে রনি বলেন, ‘আজ থেকে ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।তিনি বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রথম লটের টানা শুটিং চলবে। শুধু এফডিসি নয়, ঢাকার আশপাশেও চলবে ‘শাহেনশাহ’র শুটিং।’