
মেহেরপুর প্রতিনিধি ॥: মেহেরপুরের কণ্ঠশিল্পী মমিনুল ইসলাম। বয়স ষাটের ওপরে।
মেহেরপুর জেলা হিসাব রক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। শিল্পকলা একাডেমীর সহ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। আজীবন সংগীত অনুরাগী এই ব্যক্তি মেহেরপুর শিল্পকলা একাডেমীর সহ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন তিনি। কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। এই শিল্পীর প্রতি আর্থিক সহযোগিতার হাত বাডিয়ে দিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে কণ্ঠশিল্পী মমিনুলের হাতে আর্থিক সহায়তার ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ক্যাব সভাপতি সাংবাদিক রফিকুল আলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
সরকারি ও ব্যক্তি উদ্যোগে সহায়তা নিয়ে এই গুণী শিল্পীর পাশে সবাই দাঁড়াবেন বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।