
নিউজ ডেস্ক:: নানা কারণে বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
তবে ৩৯ বছর বয়সী এই তারকার সম্পদের পরিমাণ শুনলে অবাক হবেন অনেকেই।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সে সময় নির্বাচন কমিশনারকে দেওয়া সম্পত্তির তথ্য দিয়ে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী।
এবেলা জানায়, সেই হালনাগাদ তথ্যে রাখি ১৪ কোটি ৭০ লাখ কোটি রুপির সম্পত্তির কথা উল্লেখ করেন। তিনি তার ব্যক্তিগত গাড়িটির মূল্য দেখিয়েছিলেন ২১ লাখ ৬০ হাজার রুপি। এছাড়া তার ব্যবহৃত অলংকারের মূল্য ৭ লাখ ৫০ হাজার রুপি। এছাড়া ব্যাংকে ৫৩ লাখ রুপি থাকার কথা উল্লেখ করেন তিনি।
এদিকে মুম্বাইতে ১১ লাখ রুপির বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তার। মজার বিষয় হল, সেই সময় নির্বাচন কমিশনারকে দেওয়া তথ্যে রাখি নিজেকে নিরক্ষর বলে উল্লেখ করেন।