সদ্য সংবাদ

 আ.লীগ সভানেত্রীর কাছে রাজাকার পুত্র ডাবলুকে বহিষ্কারে আবেদন  আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য  ডাকাতি শেষে দেখে ফেলায় নানীকে হত্যা  নারায়ণগঞ্জ ডিবির ক্যাশিয়ার আনোয়ার আতঙ্কে ব্যবসায়ীরা!   ১৮ বছর বিমানবন্দরে বসবাসকারী সেই ইরানির মৃত্যু   ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন   কোনো বাধা বিএনপিকে ঠেকাতে পারবে না : রিজভী  পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরার মুকুট ইংল্যান্ডের   ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি- স্বরাষ্ট্রমন্ত্রী   দুর্ভিক্ষ আসছে আতঙ্কে মানুষ  সাত পাকে বাঁধা পড়লেন 'আশিকি টু' ছবির সুরকার- গায়িকা  ডেঙ্গু: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫   ১০০ সেতু চালু হওয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রী   অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না: ফখরুল  ড্রোন নিয়ে মিথ্যা বলছে ইরান: জেলেনস্কি   ৩০তম বিসিএসের সেই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত   ১০ ডিসেম্বরের সমাবেশে আমরাও থাকব: মান্না  কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন   সাংবাদিকদের আয়কর মালিকপক্ষই দেবে: হাইকোর্ট   বিয়েতে দেনমোহর ১০১টি বই

জয়ার বিপরীতে প্রসেনজিত

 Wed, Sep 11, 2019 9:18 PM
জয়ার বিপরীতে প্রসেনজিত

খবর ডেস্ক: পরিচালক অতনু ঘোষের মাধ্যমে এই প্রথম বড়পর্দায় একসঙ্গে আসছেন প্রসেনজিত এবং জয়া আহসান। অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রের পর জয়া এবার তার নতুন ছবি ‘রবিবার’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন।

মঙ্গলবার চলচ্চিত্রটি নিয়ে কলকাতায় এক সংবাদ সম্মেলনের পর জয়া আহসান জানান, বৃহস্পতিবার চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন তিনি। “বুম্বাদার (প্রসেনজিত এর) সঙ্গে এটি হবে আমার প্রথম কাজ। আমরা অনেক আগে থেকেই অপেক্ষা করছিলাম, খুব ভালো স্ক্রিপ্ট হলে তবেই একসঙ্গে কাজ করবো। সেই সুযোগ এলো এই প্রথম। আমার সৌভাগ্য যে, অতনু ঘোষ আমাদের দু’জনকে প্রচণ্ড ইন্টালিজেন্ট দু’টো চরিত্রে কাস্ট করেছেন।” -বলছিলেন জয়া আহসান। নির্মাতা অতনু ঘোষ ‘রবিবার’ চলচ্চিত্রটির মাধ্যমে তার ট্রিলজি সম্পন্ন করছেন। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘ময়ূরাক্ষী’ ও ‘বিনি সুতোয়’। প্রথমটিতে উপস্থিত ছিলেন প্রসেনজিত। দ্বিতীয়টিতে জয়া। তৃতীয় চলচ্চিত্রে দুই জনকেই এক করেছেন অতনু। এই তিনটি গল্পেই দু’টি মানুষ মুখোমুখি হয়েছে। ‘ময়ূরাক্ষী’তে তারা জন্মসূত্রে বাবা এবং ছেলে। দুই চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর প্রসেনজিত। এরপরে ‘বিনি সুতোয়’ ছবিতে দু’জন অপরিচিত ব্যক্তি। ‘রবিবার’ ছবিতে দেখা যাবে, একটা সম্পর্ক ছিল অসীমাভ এবং সায়নীর। কিন্তু সেটা এমনভাবে ভেঙে যায় আর একত্র হওয়ার কোনও অবকাশ থাকে না। একদিন রবিবারে হঠাত তাদের সঙ্গে দেখা হয়। এতে প্রসেনজিত অভিনয় করছেন অসীমাভ চরিত্রে, আর জয়ার চরিত্রের নাম সায়নী। চলচ্চিত্রটি সম্পর্কে জয়ার অভিমত, “এটা একটা সম্পর্কের গল্প। তবে, প্রচলিত গল্পের মতো নয়, অন্যরকম। আশা করছি ছবিটা ভালো লাগবে।” প্রসেনজিত বললেন, ‘আমার মনে হয় এর মাধ্যমে ভরতের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও একটা মাস্টারপিস অর্জন করবে। আর, জয়ার সঙ্গে কাজ করার বহুদিনের ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ করে দিল অতনু।’ ইকো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটির শ্যুটং আগেই শুরু হলেও জয়া যোগ দিচ্ছেন বৃহস্পতিবার থেকে। 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন