
নিউজ ডেস্ক:: বলিউড তারকা অজয় দেবগন ও কাজলের বড় মেয়ে নাইশা। সম্প্রতি এ তারকা দম্পতির কন্যা সিঙ্গাপুরে
ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে ভর্তি হয়েছে। এ কারণে তাকে পড়াশুনা শেষ না হওয়া পর্যন্ত সিঙ্গাপুরেই থাকতে হবে।
এ জন্য মেয়ের যাতে লেখাপড়ায় ব্যঘাত না ঘটে তাই তারা সিঙ্গাপুরে একটি বিলাসবহুল বাড়ি কিনে ফেলেছেন।
জি-নিউজ জানায়, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই সিঙ্গাপুরের ওই নতুন বাড়িতে নাইশা থাকা শুরু করবেন । কলেজে আবাসিক ব্যবস্থা থাকলেও; মেয়ে নাইশার ওই পরিবেশ মোটেও পছন্দ নয়। আর তাই মেয়ের ভালোকিছুর জন্যেই সিঙ্গাপুরে নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নেন অজয়-কাজল। যদিও এই বিষয়ে সেলিব্রিটি দম্পতি কোনও মন্তব্য করেননি।
সম্প্রতি এক সাক্ষাতকারে অজয় দেবগণ বলেন, পড়াশোনার জন্য নাইশা সিঙ্গাপুরে থাকছেন। কিন্তু, মেয়ের সঙ্গে এই বিচ্ছেদ তাঁদের পক্ষে মেনে নেওয়া বেশ কষ্টকর। কিন্তু, শত সমস্যা হলেও, মেয়ের এই সিদ্ধান্তকে তাদের মেনে নিতেই হচ্ছে।
এদিকে, কাজলের 'হেলিকপ্টার ইলা'-র মুক্তির সময় মুম্বাইতে আসেন নাইশা। মা-এর নতুন সিনেমার স্পেশাল স্ক্রিনিং দেখে তবেই আবার বিদেশে পাড়ি দেয় সে।