
নিউজ ডেস্ক:: এবার মুক্তি পেল ‘থাগস অব হিন্দুস্তান’ আলোচিত গান ‘ ‘মনজুর-এ-খুদা’র টিজার। গানটিতে নেচেছেন
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পুরো গান দুরেই থাক, সবে মুক্তি পেয়েছে তার টিজার। তাতেই পেতেই ভাইরাল হলো সেটি। এতে ক্যাটের নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন ’মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ভক্তদের মুখেও মুখেও এখন ক্যাট।
গানটির মাধ্যমে শরীরী হিল্লোলে ফের ভক্তদের মনে ঝড় তুললেন ক্যাটারিনা । বুধবার ইউটিউবে গানটির টিজার প্রকাশ করে যশরাজ ফিল্মস। তারপরই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে ক্যাট সর্বস্ব নয় টিজারটি। গানে আরও রয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান এবং ফতিমা সানা শেখকেও। ছবিটিতে দুর্ধর্ষ সব অ্যাকশন পারফর্ম করেছেন তারা। তবে ছবিটিতে অভিনয়ে বলিউডের বাঘা দুই তারকা আমির খান ও অমিতাভ বচ্চন থাকলেও ভক্তদের চোখ এখন কেবল ক্যাটের দিকেই। কারণ পর পর দুটি গানের টিজারেই বাজিমাত করেছেন এ সুন্দরী।
ইতোমধ্যে ভক্তরা ক্যাটকে নানা নামে ডাকাও শুরু করেছেন। কেউ কেউ তাকে ‘নৃত্যের দেবী’ বলেও অভিহিত করছেন। বুধবার টিজারটি মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মানুষ দেখেছেন ।