
এশিয়া খবর ডেস্ক:: ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। আগামীকাল শনিবার জন্মদিন তার।
দিনটি নানা আয়োজনের মধ্য দিয়েই উৎযাপন করবেন তিনি। পরিবারের সঙ্গে কাটবেন কেক। সন্ধ্যায় শোবিজের মানুষদের সঙ্গেও কাটাবেন সময়। এর মাঝে ভক্তদেরও সময় দিবেন এ অভিনেত্রী।
সন্ধ্যায় সবাইকে নিয়ে কেক কাটার অনুষ্ঠানে বিশেষ কিছু জানাবেন এ নায়িকা। কী সেটা? প্রশ্ন করতেই জানালেন, স্বপ্ন পূরণের কথা জানাবেন।
সেটা কেমন? প্রশ্নের বিপরীতে মৌসুমী বলেন, ‘একটি বিষয় নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা অবশেষে পূরণ হচ্ছে এবারের জন্মদিনে। তাই বিশেষ সেই স্বপ্ন বা সারপ্রাইজর কথা জন্মদিনে সবাইকে জানাবো। প্রিয় মানুষগুলোর সামনে আমার সেই স্বপ্নপূরণের গল্প শোনাব। আমার বিশ্বাস, সেই গল্প সবার ভালো লাগবে।’
এদিকে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন ছবি ‘রাত্রির যাত্রী’। এছাড়াও ‘মধুর ক্যান্টিন’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। এতে মধু দা চরিত্রে অভিনয় করবেন ওমরসানী।