
এশিয়া খবর ডেস্ক:: দিশা পাটানি ও আদিত্য রায় কাপুর জুটির নতুন সিনেমা ‘মালাং’ মুক্তি পেতে
যাচ্ছে ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন আদিত্য ও দিশা। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর ও তরুণ কুণাল খেমুকে।
সম্প্রতি সিনেমার ইনস্টাগ্রাম পেইজে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পেজটি জানায়, ৭ ফেব্রুয়ারি ‘মালাং’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কিছুদিন আগে অনিল কাপুরের জন্মদিনে ‘মালাং’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছিল। সিনেমায় তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন।
‘মালাং’র মধ্য দিয়ে আদিত্য রয় কাপুর ও কুণাল খেমু দ্বিতীয়বারের মতো পর্দা ভাগ করেছেন। এর আগে ‘আশিকি টু’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছ