
বিনোদন ডেস্ক:: গ্র্যামির মঞ্চে খোলামেলা পোষাক পরে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার বসেছিল বিশ্বসংগীতের সবচেয়ে বড় ৬২তম গ্রামি অ্যাওয়ার্ডের আসর। ওইদিন স্বামী নিক জোনাসের হাত ধরে এসেছিলেন 'দ্য স্কাই ইজ পিঙ্ক' খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা।
গ্র্যামির মঞ্চে প্রিয়াঙ্কার উপস্থিতি দ্রুতই উত্তাপ ছড়ায়। পাশাপাশি খোলামেলা পোশাকের জন্য অনেকের তোপের মুখেও পড়েন তিনি।
এদিন সাদা গাউন পরে মঞ্চে আসেন প্রিয়াঙ্কা। তার গাউনটি ছিল বেশ খোলামেলা। তবে পুরো গেটআপ ছিল চোখ ধাঁধাঁনো। প্রিয়াঙ্কার পাশে চকলেট রঙের পোশাকে ছিলেন তার স্বামী নিক জোনাস।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কার এই পোশাক যেমন প্রশংসিত হয়েছে, তেমনি তাকে শুনতে হচ্ছে অনেক কটুকথা।
পোশাকের জন্য কেউ আবার 'লজ্জাহীন নারী' বলে আক্রমণ করছেন প্রিয়াঙ্কাকে।তাকে 'নিম্নমানের নারী' বলতেও সংকচবোধ করেননি অনেক। তবে অনেকে আবার তাকে বাহাবা দিয়ে বলছেন, দারুণ, দুর্দান্ত।