
এশিয়া খবর ডেস্ক:: কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’।
একজন গৃহিণীর ব্যস্ততা, শ্রম, বঞ্চনা আর টানাপোড়েনের গল্প নিয়ে এগিয়ে গেছে ধারাবাহিকটি। এদিকে নতুন খবর হচ্ছে, শ্রীময়ী তার পুরোনো প্রেমিকের সন্ধান পেতে পাড়ি জমাচ্ছেন লন্ডনে।
জানা যায়, এবার‘শ্রীময়ী’ ধারাবাহিকের শুটিং হবে ইংল্যান্ডে। মার্চের পরেই ‘শ্রীময়ী’র টিম পাড়ি দেবে বিদেশে। শ্রীময়ী দেখা পাবেন তার পুরোনো প্রেমিক রোহিত সেনের! অনেক দিন ধরেই শ্রীময়ী ধারাবাহিকে ভেসে উঠছে রোহিত সেনের নাম। এক সময় শ্রীময়ীকে ভালোবাসতেন এই রোহিত সেন। শ্রীময়ীর দর্শক অনেক দিন ধরেই এই রোহিত সেনকে দেখার অপেক্ষায়। এই অপেক্ষার অবসান হবে আর কিছুদিনের মধ্যেই।
লন্ডনে শুটিং করা প্রসঙ্গে ধারাবাহিকটির প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনেক দিন ধরেই বাইরে শুট করার প্ল্যান চলছিল ‘শ্রীময়ী’র। প্রচণ্ড ঠান্ডা পেরিয়ে এ বার এপ্রিলে আমরা শুট করব। গল্পের গতি যে ভাবে এগিয়েছে সে ভাবেই বিদেশে শুটের জায়গা তৈরি হয়েছে। বাংলা ধারাবাহিকের বিদেশে শুট বিষয়টা যথেষ্ট চ্যালেঞ্জের। ফেডারেশনের সহযোগিতায় অল্পসংখ্যক লোকের টিম নিয়ে এই শুট করব আমরা। লন্ডনের পর্বে দেখা যাবে, শ্রীময়ী দেখা পাবে রোহিত সেনের। দু’জনের দেখা হবে বিদেশের মাটিতে।’