
এশিয়া খবর ডেস্ক:: করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে নিজের বিবস্ত্র ছবি নিলামে
তুললেন জেনিফার অ্যানিস্টোন। যে ছবিটি নিলামে তুললেন এই অভিনেত্রী সেই ছবি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। ১৯৯৫ সালের নভেম্বরে অ্যানিস্টোনের বিবস্ত্র এই ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী মার্ক সেলিগার। সেটিই নিলামে তুলছেন হলিউডের এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এ তারকা।
৫১ বছর বয়সী এই তারকা পাশাপাশি মার্ক সেলিগারের তোলা হলিউডের আরও ২৫ তারকার ছবি নিলামে তোলা হচ্ছে বলেও জানা গেছে।