
এশিয়া খবর ডেস্ক:: না বলা কথাগুলো না বলেই হোক বলা, বেশ কবছর আগেই এ শ্লোগানে দেশের সংস্কৃতি চর্চার সীমা অতিক্রম করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন শিল্প । বাংলাদেশের মূকাভিনয়ের সক্ষমতা প্রকাশ করার সাথে সাথে বিশ্বমূকাভিনয়ের আলোচনার ক্ষেত্র
তৈরী করেছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।
মূকাভিনয়ের শিল্পের নিজস্বতা হচ্ছে না বলা কথাগুলো না বলেই হোক বলা। দলটি একেবারেই তারুণ্য-নির্ভর। তারুণ্যের অপ্রতিরোধ্য গতি তাদের শিল্পের সাধনায় উন্মত্ত
করে রেখেছে। যা ভাবছে তাই-ই সম্ভব করে তুলছে তারুণ্যের বাঁধ ভাঙ্গা জোয়ারে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা বানিয়েছে শিল্পের ক্যাম্ভাস। আন্তর্জাতিক ভাবে রেখেছেন
এ শিল্পের প্রতিভা। এরই ধারাবাহিকতায়
৩য় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের ডিক্লারেশন প্রোগ্রাম এর রিহার্সাল হচ্ছে প্রতিদিনই। আজকের পথ-মূকাভিনয় পরিবেশনা হয়েছে ঢাবি ক্যাম্পাসে 'গর্ভবতী বর্তমান'
দূর হোক দ্বন্দ্ব-সংঘাত, হিংসা-বিদ্বেষ চাই শান্তি ও সৌহার্দ্যের সুন্দর বাংলাদেশ।
তবে মুল অংশ হবে আগামী ১৪ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬.০০ টায় পাবলিক লাইব্রেরির শওকত উসমান মিলনায়তনে। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের দারুণ
আয়োজনে থাকবে চমৎকার সব মূকাভিনয় পরিবেশনা। এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে মাইম অ্যাকশন শিল্প।