
এশিয়া খবর ডেস্ক:: বলিউডে আবারও মৃত্যু খবর। ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন
অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও বরুণ শর্মার সাবেক ম্যানেজার দিশা সালিয়ান।
জি নিউজ জানায়, মুম্বাইয়ের মালাডের এক বহুতল ভবনের ১৪ তলা থেকে ঝাঁপ দেন দিশা।
প্রেমিক রোহন রাই ও বন্ধুদের সঙ্গে ডিনারের পর আচমকাই জানলার কাছে চলে যান দিশা। কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
তবে কী কারণে আত্মহত্যা করলেন এই সেলিব্রিটি ম্যানেজার, তা নিয়ে রহস্যের মাঝে রয়েছে পুলিশ। শিগগিরই তারা দিশার বন্ধু রোহনকে জিজ্ঞাসাবাদ করবে।
প্রতিবেদনে আরও বলা হয়, লকডাউনের সময় থেকে ক্রমশ দিশার আচরণে পরিবর্তন আসে। কী কারণে এ পরিবর্তন- তা নিয়েও পুলিশ খোঁজ শুরু করেছে।
দিশার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন সুশান্ত সিং রাজপুত। বলছেন, এই খবর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান। বরুণ শর্মাও দিশাকে স্মরণ করে পোস্ট দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ‘ক্রাইম পেট্রল’ অভিনেত্রী প্রেক্ষা মেহতা, ‘আপ কী আদালত’-এর অভিনেতা মনমীত গ্রেওয়ালের আত্মহত্যার খবর ভারতীয় টেলিভিশন দুনিয়ায় তোলপাড় শুরু হয়। এর মাঝে শোনা গেছে আরও কয়েকটি আত্মহত্যার খবর।