
এশিয়া খবর ডেস্ক:: যদি বিয়ের সুযোগটা পেয়েই যান রণবীর কাপুরকে; তবে কি করবেন!
যে কোনও নারী ভক্তই হয়তো সাদরেই গ্রহণ করবেন এ প্রস্তাব! কিন্তু সারা আলী খান! হ্যাঁ; এমন প্রস্তাবে মোটেও সম্মতি নেই তার।
বেশ আগে এই রণবীরকেই বিযের আগ্রহ প্রকাশ করেছিলেন সাইফ কন্যা সারা। তবে সে আশার মুকুল ঝড়ে গেছে তার।
‘কেদারনাথ’ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছেন সারা। ওই সিনেমারই প্রচারে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে এক প্রশ্নে বিয়ের ব্যাপার এমন স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনত্রী।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ওই অনুষ্ঠানে এক পর্যায়ে বিয়ের প্রসঙ্গও ওঠে সারার। এসময় তিনি বহু বছর আগে রণবীর কাপুরকে বিযের যে আগ্রহ প্রকাশ করেছিলেন তার বিপরীতে অবস্থান নেন।
সারা বলেন, আমি অনেক আগে বলেছিলাম; রণবীর কাপুরকে বিয়ে করতে চাই, তবে এখন আর চাই না।
রেডিও স্টেশনে অভিনেত্রীর অংশ নেওযা একটি ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অবশ্য কথা বলার সময় হাসিখুশিই লাগছে তাকে।
সারা খান অভিনীত ‘কেদারনাথ’ মুক্তি পাচ্ছে আগামী ৭ ডিসেম্বর।