
এশিয়া খবর ডেস্ক:: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মুগ্ধ করে চলেছেন তিনি।
তবে এ অভিনেত্রীর চোখে সবচেয়ে সুন্দরী নারী তার শাশুড়ি শর্মিলা ঠাকুর। সম্প্রতি ‘লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা। এ সময় জানতে চাওয়া হয়- তার কাছে সবচেয়ে সুন্দরী নারী কে? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমার কাছে সবসময়ই সবচেয়ে সুন্দরী নারী আমার শাশুড়ি শর্মিলাজি। তিনি টাইমলেস বিউটি।’ এদিকে কয়েকদিন পর মুক্তি পাবে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের প্রথম সিনেমা কেদারনাথ। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি মোটামুটি নিশ্চিত সিনেমাটি হিট হবে। তবে সেদিক থেকে যদি বিবেচনা করা না হয়, আমি মনে করি, সারা একজন জাত তারকা।’ কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বীরে ডি ওয়েডিং। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন-সোনম কাপুর, সারা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ। কারিনা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো চারজন নায়িকা একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেছেন। অনেক কষ্ট করতে হয়েছে। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এটি করেছি। আমি বেশ আনন্দিত যে, দর্শকরা আমাদের সহযোগিতা করেছেন।’ খুব শিগগির করন জোহরের তখত সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করছেন-অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, জানভি কাপুর, ভূমি পেডনেকার, ভিকি কৌশল প্রমুখ। শোনা যাচ্ছে, সিনেমাটির অতিথি চরিত্রে দেখা যাবে কাজলকে। পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।