
বিনোদন ডেস্ক: জলের নীচে, রংবেরংয়ের মাছেদের দেখতে দেখতে
স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটালেন নায়িকা।
হানিমুন করতে নীল সমুদ্রের দেশে উড়ে গিয়েছেন কাজল ও তাঁর স্বামী। মলদ্বীপে তাঁদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নজর কেড়েছে ।
৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দেন দম্পতি। এই মুহূর্তে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে মলদ্বীপে উড়ে গিয়েছেন তিনি।
মালদ্বীপের সৈকতে একান্তে সময় কাটানোর নানা মুহূর্ত ধরা পড়েছে কাজলের সামাজিক মাধ্যমে। বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছন তিনি। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
গত জুন মাসে এনগেজমেন্ট সেরেছিলেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। এর পর গত ৩০ অক্টোবর রাজকীয়ভাবে হয় বিয়ের অনুষ্ঠান। পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার।