
এশিয়া খবর ডেস্ক:: : যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টিকাটি জরুরি চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদন দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আজ সোমবারই আবেদন করার কথা প্রতিষ্ঠানটির।
এর আগে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার দেশটিতে তাদের উদ্ভাবিত করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চেয়েছে। জার্মান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োএনটেক এই টিকা উদ্ভাবনে সহযোগিতা করেছে। টিকাটির অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ১০ ডিসেম্বর বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ)। ওই বৈঠকে অনুমোদন দেওয়া হলে আগামী ১২ ডিসেম্বর থেকে টিকাটি প্রয়োগ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। মানবদেহে পরীক্ষায় ফাইজারের টিকাটি ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপি জানায়, মডার্নার টিকাটি মানবদেহে পরীক্ষায় ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। আজ এক বিবৃতিতে তারা বলেছে, ‘যুক্তরাষ্ট্রের এফডিএ কর্তৃপক্ষের কাছে করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করার পরিকল্পনা করেছে মডার্না। আজই (সোমবার) এই আবেদন করা হতে পারে।’
বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) কাছে টিকাটি শর্ত সাপেক্ষে বাজারজাতকরণের আবেদনও করা হবে। এতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, আমাদের টিকা এই মহামারির গতিপথ পাল্টে দিতে নতুন ও শক্তিশালী এক উপকরণ হবে। (করোনার সংক্রমণে) গুরুতর অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধে টিকাটি সহায়ক হবে।’