
এশিয়া খবর ডেস্ক:: কখনও খোলামেলা ছবির জন্য সমালোচিত হয়েছেন। আবার কখনও ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা উঠেছে।
এবার নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী এষা গুপ্তা।
সম্প্রতি বিকিনি পরা নিজের একটি ছবি শেয়ার করেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে মোহময়ী লাগছে এষাকে। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।
এর আগে ভারতের কেরালার বন্যার সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সামনে আসেন এষা গুপ্তা। ভয়াবহ বন্যার হাত থেকে মানুষকে রক্ষা করতে, তাদের পাশে দাঁড়ানোর আর্জি নিয়ে হাজির হন এই অভিনেত্রী।
এষা গুপ্তার ওই ভিডিওর পরই কেরালার মানুষের পাশে দাঁড়িয়েছেন বড় বড় তারকারা। তাদের সাহায্য করেছেন। এতে প্রশংসাও পান অভিনেত্রী।
'জন্নাত টু' দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন গুপ্তা। এই সিনেমায় ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর 'রুস্তম', 'রাজ টু', 'বাদশাহ'-তেও দেখা যায় এষা গুপ্তাকে।