
এশিয়া খবর ডেস্ক:: দীপবীরের বিয়ে শেষ। এবার বলিউড মাতবে দেশি গার্ল প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে।
২ ডিসেম্বর বসবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আসর। সেই উপলক্ষে মার্কিন পপ তারকা ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন। দিল্লিতে তাকে বরণ করে নেন হবু স্ত্রী। হবু স্ত্রীর দেখা পেয়ে উচ্ছ্বসিত বর।
দিল্লিতে পৌঁছে চোপড়া এবং জোনাস পরিবারের সঙ্গে ছবি তুলেন নিক। জিনিউজ জানায় এখানে পুরোটা সময় প্রিয়াঙ্কার সঙ্গেই একান্তে কাটান নিক। শুধু তাই নয়, নিকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে 'ওয়েলকাম হোম বেবি' বলেও ক্যাপশন দেন পিগি।
এদিকে আগামী ২৯ নভেম্বর থেকে যোধপুরের উমেদ ভবনে শুরু হবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের অনুষ্ঠান। মেহেদি সঙ্গীতের পর ২ ডিসেম্বর মালাবদল করে, সাতপাক ঘুরে প্রিয়াঙ্কাকে আপন করে নেবেন মার্কিন পপতারকা। সেই অনুযায়ী, ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে নিক-প্রিয়াঙ্কার বিয়েতে কারা কারা হাজির হবেন, সে বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।