ডেস্ক রিপোর্ট : : গত মাসে মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার।
এই সুসংবাদের কিছুদিনের মাথায়ই জোনাস পরিবারের জন্য খারাপ সময় নেমে এসেছে। নিকের বাবা পল জোনাসের আবাসন কোম্পানি ঋণে ডুবেছে। ২ লাখ ৬৮ হাজার ডলারের মামলায় কোম্পানিটি হেরে গিয়ে এখন দেউলিয়া হওয়ার উপক্রম। পশ্চিমা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঋণ শোধের জন্য পল তার কোম্পানির বেশকিছু সম্পত্তি বিক্রি করেছেন। তবে এখন দেখার বিষয় বাবাকে এই ঋণের হাত থেকে রক্ষা করতে তার সন্তানেরা এগিয়ে আসে কিনা। ২০১৩ সালে ব্যান্ডের দল ভাঙার পর জোনাস ব্রাদার্সরা বিশ্বব্যাপী তাদের রেকর্ড বিক্রি করেছিলো। এরপর তারা প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়িয়েছেন। একক শিল্পী হিসেবে নিকও প্রচুর অর্থের মালিক হয়েছেন। এদিকে প্রিয়াঙ্কা প্রায় ২৮ মিলিয়ন ডলারের মালিক। কয়েকমাসের মধ্যে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।