এশিয়া খবর ডেস্ক:: 'এবিসিডি' ছবি নির্মাণের মাধ্যমে আলোচনায় আসেন রেমো ডি'সুজা। বলিউডে অন্যতম বড়
বাজেটের ও ব্যবসাসফল ডান্স ফিল্ম ছিলো এটি। এবার সেই ফ্র্যাঞ্চাইজি তার তৃতীয় কিস্তি নিয়ে আসছে 'এবিসিডি ৩'। এর মূল দুটি চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ।
এ ছবিটিতে ক্যাটরিনা একজন পাকিস্তানি নৃত্যশিল্পী এবং বরুণ একজন ভারতীয় ডান্স আর্টিস্ট এর ভূমিকায় অভিনয় করবেন।
ছবিটি এখনও প্রি-প্রডাকশন স্টেজে আছে। আর এই ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার। ছবিটিতে আরো অভিনয়ের কথা রয়েছে প্রভুদেবা, ধর্মেশ ইয়েলান্দে, রাঘব জুয়াল, পুনিত পাঠক প্রমুখ।
আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে 'এবিসিডি ৩'। সূত্র : ডিএনএ