
এশিয়া খবর ডেস্ক:: বলিউডের আলোচিত সেলিব্রিটি কিড সুহানা খান।
শাহরুখ খানের মেয়ের দিকে সব সময়ই ক্যামেরা তাক করা থাকে। তার খুঁটিনাটি নখদর্পণে বলিউড ভক্তদের। সম্প্রতি তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে একাধিকবার।
জি নিউজ জানায়, অসিম রিয়াজের সঙ্গে জুটি বেঁধে ডেব্যু হতে যাচ্ছে সুহানা খানের।
বিগ বস ১৩-এর মুকুট হাতছাড়া হলেও রিয়াজের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। শোনা যাচ্ছে, করণ জোহরের সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে পারেন অসিম।
সুহানা খানের বিপরীতেই থাকছেন অসিম। সিনেমাটি হতে পারে স্টুডেন্ট অব দ্য ইয়ার পার্ট থ্রি। ফলে ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউডে পেতে যাচ্ছে নতুন এক জুটি।
যদিও বিষয়টি নিয়ে শাহরুখ খান কিংবা করণ জোহর কিছু বলেননি। চুপ মেরে আছেন অসিমও
শোনা যাচ্ছে, করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ারে সুহানা খানের পাশাপাশি জম্মু-কাশ্মীরের এক মডেলও স্ক্রিন শেয়ার করতে পারেন। তবে স্পষ্ট খবর এখনো মেলেনি।
প্রসঙ্গত, এর আগে বরুণ ধাওয়ানের সঙ্গে ম্যায় তেরা হিরো-তে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় অসিমকে।